মহানবী সাঃ এর সাথে ৩৬৫ দিন
এই বইটা যখন আমার ছোট মেয়েকে কিনে দিয়েছিলাম,
তখন মেয়েটার বয়স মাত্র পাঁচ I
নবীজির জীবনের উপর, ছোটদের জন্য লেখা একটা গল্পের বই I
“365 Prophet Muhammad Stories”
রোজ রাতে ঘুমানোর আগে, একটা করে আমাদের নবীজির গল্প I
বছরের ৩৬৫ টি রাতের জন্য, ৩৬৫ টি ছোট গল্প I
আমি আর আমার ছোট মেয়ে বিছানায় শুয়ে শুয়ে পড়তাম I
কখনো আমি পড়েছি আর মেয়ে আমাকে জড়িয়ে ধরে পাশে শুয়ে চুপ করে শুনেছে, আবার কখনো মেয়ে পড়েছে আমি শুনেছি I
বইটি আমাদের পড়া শেষ I
এই বইটি যখন পড়ছিলাম, একদিন পড়া শেষে আমি আমার মেয়ের কপালে চুমো দিয়ে আদর করে দিলাম I
মেয়েও আমাকে আমার কপালে আদর দিয়ে দিলো I
তারপর মেয়েটা আমাকে জিজ্ঞেস করলো ,
“Baba , can I kiss my prophet?”
আমি একটু হেসে বললাম ,
“বাবা, তুমি কেমন করে আমাদের নবীকে আদর দিয়ে দিবে?
তিনিতো আর এখন আমাদের সামনে নেই ”
আমি দেখলাম,
আমার ছোট মেয়েটা গল্পের বইটির কভার পৃষ্ঠায় যেখানে “Muhammad” নামটি লেখা সেই জায়গাটিতে একটা চুমো দিয়ে দিলো I
সেদিন এত সুন্দর এই দৃশ্য দেখে, আমার মনটা জুড়িয়ে গিয়েছিলো I
আমরা তাঁকে স্পর্শ করার কিছু খুঁজে পাইনা I
একটা মাটির ঘরে জীবনটা কাটিয়েছেন, রোম কিংবা পারস্যের রাজাদের মত একটা রাজ্ প্রসাদ রেখে যাননি , তাঁর কোন একটা ভাস্কর্য্য নেই I
এমনকি একটা ছবিও নেই I
শুধু আছে তাঁর কিছু কথা আর গল্প I
এই বইটির ৩৬৫ তম গল্পটি হলো, শেষ গল্প I
এই গল্পটি, একটি হাদিস I
একদিন তিনি উনার কয়েকজন সঙ্গীকে নিয়ে একটা গাছের নীচে বসে গল্প করছিলেন I
এমন সময় তিনি প্রথমে মাটির দিকে তাঁকালেন, তারপর দৃষ্টি দিলেন আকাশের দিকে I
মনে হলো তিনি যেন এই পৃথিবীর মাটি আর আকাশের অদূরে লুকানো যে বেহেস্ত, এই দুই মাটির সম্পর্ক করে দিলেন I
তারপর একসময় বললেন,
আচ্ছা , তোমাদের মধ্যে কে সবচেয়ে বেশি আল্লাহর প্রিয় হতে চাও?আল্লাহর সবচেয়ে কাছে যেতে চাও ?
সবাই একসাথে হাত তুললেন I
তারপর তিনি বললেন,
“তাহলে তোমাদেরকে আজ এমন কিছু উপদেশ দিবো, যে পালন করবে সে হবে আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে সেরা I
-তোমার সাথে কেউ বোকার মত ব্যবহার করলে, তার উপর ধৈর্য ধারণ করিও I
-যে তোমার উপর অন্যায় করবে, তাকে ক্ষমা করিও I
-যে তোমাকে কিছু দিতে অস্বীকার করবে, তার প্রয়োজনে
তুমি তাকে ফিরিয়ে দিও না I
-তোমার সাথে যে বন্ধন ছিন্ন করার চেষ্টা করবে, তুমি তাকে দূরে ঠেলে দিওনা” I
এই কথা তিনি শুধু মুখে বলেননি, নিজের চরিত্র দিয়ে প্রমান করে গিয়েছেন I
এই মানুষটিকে তারা কেমন করে অপমান করবে ?
তিনি না আছেন কারো ছবির কাগজে , না কোন মাটির প্রতিমায় ?
তিনি থাকেন মানুষের হৃদয়ে, মানুষের অন্তরে I
তিনি আছেন আমাদের জীবনের সব গল্পে I
“My prophet, my divine love”
-ডা.শামছুল আলম
500.00৳ Original price was: 500.00৳ .350.00৳ Current price is: 350.00৳ .